দ্য ওয়াল ব্যুরো: ২০২৫-এর পুজোর সময় যে দৃশ্যপট বাংলা সিনেমা দেখেছিল, তা বোধহয় কেউ ভুলতে পারবে না। একসঙ্গে চার-চারটি ছবির মুক্তি, সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তীব্র তরজা, অভিযোগ–পাল্টা অভিযোগ—সব মিলিয়ে উৎসবের আবহে যেন একটা তিক্ত ছায়া নেমে এসেছিল। সেই স্মৃতি এখনও টাটকা। দর্শক যেমন হতভম্ব, তেমনই আঘাত পেয়েছিল পুরো ইন্ডাস্ট্রিই। বাংলা ছবির পাশে দাঁড়ানোর বার্তা তখনই যেন কোথায় হারিয়ে গেল।
#REL