দ্য ওয়াল ব্যুরো: নতুন জামার গন্ধ, আর হলুদ-তেল মাখা সকাল জানান দিয়ে দিয়েছে পুজো এই এল বলে! সিনেমা হল গুলোর সামনে লেগে গিয়েছে তারকাদের আকাশ-ছোঁয়া কাটআউটও। কলেজপড়ুয়াও জমানো পকেটমানি থেকে কিছুটা বাঁচিয়ে রাখছে সিনেমা দেখার জন্য। এই পুজোয় চার-চারটে বাংলা ছবি আসছে।
'রক্তবীজ ২', 'দেবী চৌধুরাণী', 'যত কাণ্ড কলকাতাতেই' ও 'রঘু ডাকাত'-- দু'টি ইতিহাস নির্ভর ছবি, একটি গোয়েন্দা গল্প আর অন্যটিতে রয়েছে রাজনৈতিক প্রেক্ষাপট। প্রতিটি ছবিতেই মারকাটারি স্টারকাস্ট। তবে সুপারস্টার সম্মিলিত ছবি থাকলেই তা যে বক্স অফিসে হিট হবেই, বর্তমানের পরিসংখ্যান কিন্তু এমন দাবি করে না।