শুভদীপ বন্দ্যোপাধ্যায়
সজনীকান্ত দাস ব্যঙ্গ করে বলেছিলেন "কানন দাস থেকে হল কাননবালা এখন কানন দেবী"। তাতে কিছুই এসে যাইনি কাননের। তিনি সবার কানন মা। দেবী কেউ উপাধি নিয়ে হন, কেউ সম্পত্তির জোরে হন, কেউ খ্যাতির জোরে হন। কাননের এই সবকটি ছিল। কিন্তু কাননের দেবীতে উত্তরণ ঘটে আন্তরিকতা আর মমত্ববোধের জোরে।তারকা খ্যাতি কখনও কাননকে অহংকারে গ্রাস করেনি। আজ সেই কানন বালার প্রয়াণ দিবস।