দ্য ওয়াল ব্যুরো: উত্তম কুমার ও সুপ্রিয়া চৌধুরীর সম্পর্ক নিয়ে দর্শক থেকে সিনে মহল—সবার কৌতূহলের শেষ নেই। অনেকেই তাঁদের সম্পর্ককে নিয়ে করেছেন নানা মন্তব্য, দিয়েছেন ব্যাখ্যা। তবে যাঁরা তাঁদের খুব কাছ থেকে চিনতেন, তাঁরা বরাবরই বলে এসেছেন—উত্তম-সুপ্রিয়ার সম্পর্ক ছিল সাধারণ প্রেমের সংজ্ঞার থেকেও অনেক ঊর্ধ্বে। আর সেই সম্পর্ককে সম্মান জানিয়েছিলেন তাঁদের ঘনিষ্ঠ সহকর্মীরাও।