দ্য ওয়াল ব্যুরো: পুজো মানেই উৎসব, আলো, হাসি আর একটু অন্য রকম জগতে ঢুকে পড়ার অদ্ভুত টান। আর সেই টানকে আরও গভীর করে তোলে রহস্যের গল্প। এবারের পুজোয় সেই রহস্যের দুনিয়ায় ফিরছে বাঙালির চিরচেনা নায়ক— ফেলুদা। তবে সিনেমাহলে নয়, তিনি আসছেন একেবারে ওটিটিতে। ছ’বছর আগে তৈরি হলেও নানা কারণে আটকে থাকা সৃজিত মুখোপাধ্যায়ের ‘যত কাণ্ড কাঠমান্ডুতে’ অবশেষে মুক্তি পেতে চলেছে আড্ডা টাইমসে।
#REL