দ্য ওয়াল ব্যুরো: পুজোর ক’টা দিন মানেই শহরের রাস্তায় জনসমুদ্র, আড্ডা, খাওয়া-দাওয়া আর অন্তহীন ঘোরাঘুরি। তবে সকলে যে বাইরে বেরোবেন, এমন নয়। অনেকেই আছেন যারা এই উৎসবের ভিড় এড়িয়ে বাড়িতেই কাটাতে চান। আর সেই সময়টা বইয়ের সঙ্গে কাটানো যায় সবচেয়ে ভালভাবে। আড্ডা আর গল্পগুজবের ফাঁকে এক কাপ চা আর হাতে প্রিয় বইয়ের থেকে ভাল সঙ্গী বোধহয় কিছুই হতে পারে না।
তাহলে পুজোয় পড়ার জন্য কোন কোন বাংলা বই বেছে নেবেন? একঝলকে দেখে নিন—
সমকালীন সাহিত্য