রূপক মিশ্র
রচনার পরিমাণ নয়, স্রেফ প্রোডাকশনের গুণমানেই যে গ্রন্থনির্মাণ সম্ভব, দেবশঙ্কর মুখোপাধ্যায়ের সম্পাদনায় ‘পারিবারিক ভানু’ বইটি (প্রকাশক: মান্দাস) তার উৎকৃষ্ট দৃষ্টান্ত। কেন্দ্রে অভিনেতা ভানু বন্দ্যোপাধ্যায়। তাঁর জীবনের মিথ ও জল্পনা নিরসন করে আঁকাড়া সত্যি, তা যতই সাদামাটা হোক না কেন, তুলে ধরাই ছিল সম্পাদকের লক্ষ্য। এক্ষেত্রে তিনি পুরোপুরি সফল।