রূপক মিশ্র
শতবর্ষ পেরনো সংগীতশিল্পীর জীবন নিয়ে সংকলন গ্রন্থ তৈরি করাটা দুষ্কর। তার উপর যাঁকে নিয়ে কাজ, তিনি যদি অখিলবন্ধু ঘোষের মতো জীবদ্দশায় বঞ্চিত ও অবহেলিত সুরসাধক হন, তাহলে চ্যালেঞ্জটা আরও বেড়ে যায়।
কিন্তু কী অদ্ভুত পরিশ্রম ও নিষ্ঠায় এক অর্থে অসাধ্য সাধন করেছেন সঞ্জয় সেনগুপ্ত ও শুভজিৎ সরকার! অখিলবন্ধুকে নিয়ে স্মৃতিকথা ও সাক্ষাৎকার সংগ্রহ—শিল্পীরই বিখ্যাত গানের কলি থেকে নেওয়া ‘আমি কাঁদি সাহারায়’ যার নাম—প্রকাশিত হয়েছে চলতি বছর মে মাসে। প্রকাশক ‘মান্দাস’।