রূপক মিশ্র
শেষ জীবনে স্নেহশীল দাদু। উত্তরযৌবন জুড়ে মধ্যবিত্ত গৃহস্থ। ব্রাহ্মণ সন্তান হয়েও মাংসের দোকানি। যে দোকানও একদা কোনও এক মুসলিম ব্যক্তির ছিল… তাঁর থেকে কিনে প্রতিষ্ঠিত করেন দেবী কালীর মূর্তি। শোকেসে সাজানো বিগ্রহ৷ নিত্যপূজিতা!
আবার সেই একই মানুষ কিনা কারও চোখে হিন্দুবীর। কারও নজরে ছেচল্লিশের দাঙ্গার মুসলিম নিধনযজ্ঞের অন্যতম ভিলেন! আবার পুলিশের রেকর্ডবুকে আন্ডারওয়ার্ল্ডের বেতাজ বাদশা।