শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'আপনাদের দাদা উত্তমকুমার সব চাইতে ভালবাসেন বেণুদির রান্না।' এ কথা বাঙালির মিথ। সুপ্রিয়া দেবীও উত্তমকুমারের (Uttam Kumar) মৃত্যুর পরের তিন দশক এসব বিনোদন মাধ্যমে বলেছেন বারবার। প্রকাশিত হয়েছে 'বেণুদির রান্নাবান্না' বইও। কিন্তু উত্তমকুমার আরও একজনের রান্না খুব ভালবাসতেন। তিনি ছিলেন উত্তমকুমারের স্ত্রী গৌরী চট্টোপাধ্যায় (Gouri Chatterjee)। উত্তমকুমারের জন্মদিনে তাঁর স্ত্রী গৌরী দেবীর হাতের গোপন রেসিপির গল্প।