শুভম সেনগুপ্ত
উপরের চিত্রকর্মটির নাম ‘প্রতিমা বিসর্জন’ (DURGAPUJA 2025)। ১৯১৫ সালে গগনেন্দ্রনাথ ঠাকুরের (Gaganendranath Tagore) আঁকা এই জলরঙের ছবি যেন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির (Jorasanko) সেই হারানো দুর্গাপুজোরই (Bijaya Dashami) এক কল্পরূপ। বাস্তবের রং কেমন অদ্ভুতভাবে কল্পনার ক্যানভাসে মিশে যেতে পারে, তারই সাক্ষী এই শিল্পকর্ম।