দ্য ওয়াল ব্যুরো: নির্বাচনী কার্যক্রম আরও কার্যকরভাবে পর্যবেক্ষণের জন্য দিল্লির নির্বাচন কমিশন সদর দফতরে (ECI HQ) একটি বিশেষ কন্ট্রোল রুম গঠন করা হয়েছে। এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে দেশের একাধিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২৫ অক্টোবর ২০২৫ তারিখে এই কন্ট্রোল রুম চালু হয়েছে। এর উদ্দেশ্য হল SIR (Special Information Reports) কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয় করা। কন্ট্রোল রুমের যোগাযোগ নম্বর— ০১১-২৩১০৫২০০২ এবং ০১১-২৩১০৫২১১০।
#REL