দ্য ওয়াল ব্যুরো: কাশফুলের সারি, শিউলির গন্ধ আর হঠাৎ হঠাৎ বৃষ্টিতে পুজোর আগমনী সুর বাজতে শুরু করেছে বাংলার আকাশে (Durgapuja)। ঠিক তখনই পূর্ব মেদিনীপুরের এক কোণে, হরিদাসপুর গ্রামের 'পাখিরা পাড়া'য় উঠেছে ঢাক-ঢোল-তাসার বাজনা।
প্রায় দেড়শো পরিবার—তাদের একটাই পরিচয়, তারা ঢাকি (Dhaki))। বছরের পর বছর ধরে এ পেশা. তাদের রুটি-রুজি। ছোটখাটো পুজোয় বাদ্যযন্ত্র বাজিয়ে কাটে বছরটা। কিন্তু দুর্গাপুজোই তাঁদের মূল উৎসব নয়, রোজগারের!
#REL