দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসক দিবসে (Doctors Day) সরকারি কর্মীদের জন্য অর্ধদিবস ছুটির (Half Day Holiday) ঘোষণা করল রাজ্য সরকার (Nabanna)।
আগামী ১ জুলাই, সোমবার দুপুর ২টোর পর থেকে বন্ধ থাকবে নবান্ন সহ সমস্ত রাজ্য সরকারি দফতর। তবে রেজিস্ট্রার অফ অ্যাসিউরেন্স ও কালেক্টর অফ স্ট্যাম্প রেভিনিউ অফিস যথারীতি খোলা থাকবে বলে জানানো হয়েছে।
১ জুলাই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও স্বনামধন্য চিকিৎসক ডা. বিধানচন্দ্র রায়ের জন্মদিন। সারা দেশে এই দিনটি ‘জাতীয় চিকিৎসক দিবস’ হিসেবে পালন করা হয়।
#REL