শুভদীপ বন্দ্যোপাধ্যায়
বৌদি কাবেরী বসুর সঙ্গে সিনেমার শুটিং দেখতে গিয়ে মেয়েটির ম্যাটিনী আইডল উত্তমকুমারকে প্রথম দেখা। একদিন এই মেয়েই হয়ে ওঠেন বাংলা ছবির অপরূপা অভিনেত্রী। প্রথম ছবিতেই সে হয়ে যায় উত্তমকুমারের নায়িকা। আর সেই প্রস্তাব এসেছিল স্বয়ং মহানায়কের কাছ থেকে।
মেয়েটির নাম ললিতা চ্যাটার্জী। ললিতা ছিলেন টালিগঞ্জ পাড়ার মেম। আজ যাঁর জন্মদিন।