দ্য ওয়াল ব্যুরো: 'মোর হৃদয়ের গোপন বিজন ঘরে
একেলা রয়েছ নীরব শয়ন-'পরে
প্রিয়তম হে, জাগো জাগো জাগো॥'
দিব্যা ভারতী নামটা আজও ভারতীয় ছবির দর্শকদের কাছে রোমাঞ্চকর। একদিকে যেমন তিনি ছিলেন বলিউডের সুন্দর মুখের নায়িকা, তেমনই খুব কম বয়সে তাঁর রহস্য মৃত্যু নাড়িয়ে দিয়েছিল সারা ভারতকে। আজও সেসময়ের দর্শকরা ভুলতে পারেনি এমন হিট নায়িকাকে। খুব অল্প দিনেই বিপুল খ্যাতি পেয়েছিলেন দিব্যা।