দ্য ওয়াল ব্যুরো: নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI) না বলেছিল আগেই। তার পর ফের পিছিয়ে এল দেশের অন্যতম শীর্ষ সংস্থা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া বা ক্যাগ (CAG)।
রোজভ্যালি (Rose Valley) তদন্তকারী কমিটির বিরুদ্ধে ওঠা আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ফরেন্সিক অডিট (Forensic Audit) করার দায়িত্ব নিতে তারা অপারগ, কলকাতা হাইকোর্টকে (Calcutta High Court) লিখিতভাবে জানাল কেন্দ্রীয় এই প্রতিষ্ঠান। পর পর কয়েক দফা সময় নেওয়ার পর অবশেষে মঙ্গলবার ক্যাগের অবস্থান স্পষ্ট হয়েছে।
#REL