দ্য ওয়াল ব্যুরো: ‘মির্জাপুর’-এর গুড্ডু ভাইকে মনে আছে? এবার সেই চরিত্রের নতুন রূপ আনতে মরিয়া আলি ফজল। হঠাৎই নিয়ম করে কুস্তির প্রশিক্ষণ নিচ্ছেন অভিনেতা। আসলে, সিরিজের আসন্ন অধ্যায়ে নিজের চরিত্রকে আরও বাস্তবসম্মত করে তুলতেই এই প্রস্তুতি শুরু করেছেন তিনি।
আলির পরিবারের সঙ্গেও জড়িয়ে রয়েছে কুস্তির ইতিহাস। সেই শিকড়েই এবার ফিরে যাচ্ছেন তিনি। সংবাদমাধ্যমে অভিনেতা জানান, “আমাদের পরিবারে ‘পহেলওয়ানি’র ঐতিহ্য রয়েছে। এই ছবির জন্য প্রস্তুতি আমাকে সেই অতীতের কথাই মনে করিয়ে দিচ্ছে। তাই প্রোটিন শেক বা কৃত্রিম খাবার নয়, শরীর গড়ছি ঠিক যেভাবে আমার পূর্বপুরুষেরা করতেন।”
#REL