শুভঙ্কর চক্রবর্তী
ট্রেনের কামরায় খুব সাধারণ পোশাকে একজন মানুষ এসে বসে। খুব নম্রভাবে জিজ্ঞেস করে—আপনি কি খেলতে চান? প্রশ্নটা শুনতে যতটা নিরীহ, উত্তর ততটাই ভয়ানক। এ ভাবেই শুরু হয় ‘স্কুইড গেম’-এর মঞ্চ। কোরিয়ান এই সিরিজটির বাইরের মুখোশ যতটা রক্তাক্ত, ভিতরের গল্পটা ততটাই দগদগে বাস্তব। পুঁজিবাদ, মানবিকতা, মনস্তত্ত্ব—সব মিলিয়ে এক ভয়ঙ্কর খেলা, যেখানে হার মানে মৃত্যু, আর জেতার পুরস্কার—অজস্র টাকা, যার বিনিময়ে মানুষ হয়তো কিছুটা শান্তি কিনতে চায়, কিন্তু তার অন্তর আত্মা বিকিয়ে ফেলে চিরতরে।