রূপক মিশ্র
হাতের কাছে জনপ্রিয় মডেল ছিল দুটো। একটা ‘মাইন্ডহান্টার’ (Mindhunter)। অন্যটা ‘ডেক্সটার’ (Dexter)। প্রথমটায় অপরাধের সাইকোলজি নিয়ে অন্বেষণ। পরেরটায় অপরাধের ধরনধারণ বিশুদ্ধ ফিকশনের ঢঙে সামনে আসে।
আর দুইয়ে মিলিয়ে ইতিহাসচর্চিত খুনখারাপির নাটকীয়তা আর সত্যতাকে একত্রে পাঞ্চ করে ডকু-ড্রামা গোছের বানাতে চাইলে হাতের কাছে রয়েছে ‘দ্য জিঙ্কস’ (The Jinx), ‘মেকিং আ মার্ডারারে’র (Making a Murderer) মতো সিরিজ।