দ্য ওয়াল ব্যুরো: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের (Chandipur) নন্দপুর-বরাঘুনি গ্রাম পঞ্চায়েতের (Panchayat) আসল প্রধান কে? সরকারি খাতায় নাম সুস্মিতা দাস। তবে স্থানীয় বাসিন্দাদের কথায়, প্রধান আসলে অন্য কেউ। কেউ বলেন ‘প্রক্সি প্রধান’, কেউ বলেন ‘ডামি প্রধান’। আর যাঁর দিকে আঙুল উঠছে, তিনি তৃণমূলের (TMC leader) ব্লক কিষান সেলের সভাপতি ও সুস্মিতার ভাশুর, অসিত দাস।
স্থানীয় তৃণমূল সূত্রেই জানা যাচ্ছে, সুস্মিতা দাস প্রধান হলেও কার্যত পঞ্চায়েত চালাচ্ছেন অসিতবাবুই। পঞ্চায়েত অফিসে প্রধান অনুপস্থিত থাকলেও তাঁর ভাইয়ের চেয়ার সবসময় দখল করে থাকেন অসিতবাবু, এমনটাই অভিযোগ এলাকাবাসীর।