দ্য ওয়াল ব্যুরো: ‘পঞ্চায়েত’-এর চতুর্থ সিজন মুক্তির পর থেকেই একাধিক কারণে আলোচনার কেন্দ্রে রয়েছে ওয়েব সিরিজটি। তবে এই সিজনের সবচেয়ে আলোচিত দিক নিঃসন্দেহে সচিব জি (জীতেন্দ্র কুমার)-এর সঙ্গে প্রধান জির মেয়ে রিঙ্কির (সানভিকা) প্রেমের রসায়ন। এই তরুণী অভিনেত্রীকে নিয়েই এখন নেটদুনিয়ায় চর্চা তুঙ্গে—অনেকে তাঁকে বলছেন ‘নতুন ন্যাশনাল ক্রাশ’। কে এই সানভিকা?
মুম্বইয়ে অভিনয়ের খোঁজে, ছেড়ে আসেন ইঞ্জিনিয়ারিং