দ্য ওয়াল ব্যুরো: বছরের পর বছর ধরে বন্ধুত্ব আর নিজেদের স্বপ্নকে একসঙ্গে বুনে আসছে দুই বন্ধু। এবার সেই স্বপ্নের বুনন পর্দায় রঙিন হয়ে উঠছে এক অন্য রকম গল্পে। আসছে ‘ডু ইউ ওয়াননা পার্টনার’, প্রাইম ভিডিওর নতুন হিন্দি অরিজিনাল সিরিজ, যেখানে প্রধান ভূমিকায় রয়েছেন তামান্না ভাটিয়া আর ডায়ানা পেন্টি। আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে এই কমেডি-ড্রামা, যা দর্শকদের নিয়ে যাবে এক অন্য রকম যাত্রায়—বন্ধুত্ব, সংগ্রাম আর অদম্য স্বপ্নের জগতে।
#REL