দ্য ওয়াল ব্যুরো: গত কয়েক বছরে বলিউডে ফের ফিরে এসেছে অ্যাকশন, যা এক বিশেষ ঘরানার জনসাধারণকে আবার হলমুখী করেছে। দক্ষিণী সিনেমার ব্লকবাস্টার সাফল্যের হাত ধরে বলিউডও বড় মাপের ইভেন্ট ফিল্মে বাজি ধরেছে। তবে প্রতিক্রিয়া এখনও মিশ্র-ই বলা যায়। সেই নিয়ে নিজের মনের কথা তুলে ধরলেন করণ জোহর।
প্রযোজক-পরিচালক মনে করেন, এর মূল কারণ বলিউড এখন ‘ডিরেক্টর ক্রাইসিস’-এ ভুগছে।
#REL