দ্য ওয়াল ব্যুরো: বহুদিন আগেই বলিউডের দুনিয়া ছেড়েছেন তিনি। এখন তাঁর পরিচিতি শুধুই আন্তর্জাতিক মঞ্চে—গ্লোবাল আইকন, নিক জোনাসের স্ত্রী, হলিউডের সফল অভিনেত্রী ও প্রযোজক। তবে প্রিয়াঙ্কা চোপড়াকে কি আবারও দেখা যাবে ভারতীয় ছবির পর্দায়? বলিউডে নয়, শোনা যাচ্ছে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নতুন প্রজেক্টেই নাকি ফিরতে পারেন প্রিয়াঙ্কা।
বলিউডে তাঁর পথচলা যে একেবারেই মসৃণ ছিল না, তা বহুবারই প্রকাশ্যে বলেছেন প্রিয়াঙ্কা। একদিকে মিস ওয়ার্ল্ড-এর মুকুট, অন্যদিকে হিন্দি ছবির পরিচালকদের কুপ্রস্তাব—সব মিলিয়ে শুরুর দিনগুলো ছিল দুঃসহ।
#REL