দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেত্রী তিলোত্তমা সোম (Tillotama Shome) এবং অভিনেতা জিম সর্বকে (Jim Sarbh) নিয়ে ইন্টারনেটে এখন তুমুল আলোচনা। প্রশ্ন উঠছে তাঁরা কি গোপনে একে অপরকে ডেট করছেন? শুক্রবার ইনস্টাগ্রামে তাঁদের গোয়া ভ্রমণের অন্তরঙ্গ মুহূর্তের ছবি প্রকাশের পরই এই গুঞ্জন শুরু হয়েছে।
যৌথ ইনস্টাগ্রাম পোস্টে এই জুটি গোয়াতে তাঁদের 'অবিশ্বাস্য' অভিজ্ঞতার বেশ কিছু ঝলক শেয়ার করেছেন। প্রথম ছবিতে জিম সর্বকে হেলমেট পরে স্কুটারে এবং তিলোত্তমাকে পাশে হাসিমুখে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
#REL