শুভদীপ বন্দ্যোপাধ্যায়
তিনি মঞ্চে এলেন, গাইলেন, জয় করলেন। এক নিমেষে তিনি কলকাতার মাটিতে নামিয়ে আনলেন স্বর্ণযুগের রূপকথা। বাবাকে শ্রদ্ধা জানিয়ে ৭৩ বছরের তরুণ ভরাট কণ্ঠে একের পর এক গান গেয়ে মঞ্চ মাতিয়ে দিলেন। তিনি অমিত কুমার গাঙ্গুলি। কিশোর কুমার স্মরণে গতকাল নজরুল মঞ্চে পারফর্ম করলেন কিশোর পুত্র অমিত কুমার (Amit Kumar) ও কিশোর পৌত্রী মুক্তিকা গাঙ্গুলি।