শুভদীপ বন্দ্যোপাধ্যায়
'হাওয়ায়, মেঘ সরায়ে, ফুল ঝরায়ে
ঝিরি ঝিরি এলে বহিয়া
খুশিতে ভরেছে লগন
আজ ওঠে মন ভরিয়া...'
৪ অগস্ট কিশোর কুমারের জন্মদিন। তাঁর মৃত্যু নেই, তিনি যে চিরকিশোর। বাবাকে শ্রদ্ধা জানিয়ে অমিত কুমার ও তাঁর মেয়ে মুক্তিকা গাঙ্গুলি কলকাতা এলেন গান শোনাতে। কলকাতার দর্শক সাক্ষী থাকল এক ধামাকাদার সন্ধ্যার। তবে ধামাকার মাঝেও অমিত কুমার বুনে দিলেন এক মায়াবী সন্ধ্যা।