শুভদীপ বন্দ্যোপাধ্যায়
যোধপুর পার্ক 'গীতিকা' (Geetika) কালচারাল সোসাইটির রজত জয়ন্তী বর্ষে ১৫ সেপ্টেম্বর রবীন্দ্রসদনে অনুষ্ঠিত হল এক আগমনি সন্ধ্যা। একেবারে নিখাদ বাঙালিয়ানায় ভরে উঠল মনোজ্ঞ অনুষ্ঠান। প্রধান কারিগর ছিল বিশিষ্ট সংগীতশিল্পী দত্ত পরিবার। চন্দ্রাবলী রুদ্র দত্ত (Chandrabali Rudra Dutta), তাঁর স্বামী প্রদীপ দত্ত ও কন্যা দীপাবলী দত্ত।