দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: বাইকে করে এয়ারপোর্টে কর্মস্থলে যাওয়ার সময় বুধবার খড়দহে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হয় প্রাক্তন সেনা জওয়ান গৌতম ঘোষের। সেই ঘটনার পর সক্রিয় হয়ে ১১ জনকে গ্রেফতার করল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ।
পুলিশ সূত্রের খবর, অনুযায়ী খড়দহ থানার পি কে বিশ্বাস রোড এলাকা থেকে বিপুল পরিমাণ চিনা মাঞ্জা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সেই সঙ্গে টিটাগর থানার তালপুকুরের বাসিন্দা শশীকান্ত সাউয়ের বাড়িতে হানা দিয়ে ৩৩ টি চিনা মাঞ্জা রোল উদ্ধার করে পুলিশ। গ্রেফতার করা হয় শশীকান্তকে।
#REL