দ্য ওয়াল ব্যুরো: পূর্ব ঘোষণা মত বহু বিবাহ নিষিদ্ধ হল অসমে (multiple marriages banned in Assam)। রাজ্য বিধানসভায় প্রিভেনশন অফ পলিগ্যামি অ্যাক্ট, ২০২৫ (Prevention of polygamy Act, 2025) সরকারপক্ষের সমর্থনের জোড়ে পাশ হয়ে গিয়েছে। তীব্র আপত্তি তোলে বিরোধী শিবির। বিশেষ করে মুসলিম বিধায়কেরা।
অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sharma) আইন পাশ হওয়ার পর বলেছেন, দিনটি ঐতিহাসিক। অসমের নারীদের সামাজিক ও পারিবারিক সুরক্ষা নিশ্চিত করতে এই আইন চালু করা হল।