দ্য ওয়াল ব্যুরো: অসমের গোলাঘারের পরিস্থিতি উত্তপ্ত। গোলাঘাট জেলার উরিয়ামঘাট জেলার রেংমা সংরক্ষিত বনের বাইরে এই মুহূর্তে অসম পুলিশের হাজারের বেশি পুলিশ, আধা সেনার জওয়ান, বুলডোজার নিয়ে প্রস্তুত জেলা ও রাজ্য প্রশাসনের পদস্থ কর্তারা।
অসমে অনুপ্রবেশকারী উচ্ছেদ অভিযান নতুন নয়। তবে মঙ্গলবারের মতো বড় অভিযান সাম্প্রতিককালে হয়নি। প্রশাসনই এই অভিযানকে মেগা এভিকশন বলছে।
প্রশাসনের বক্তব্য, বন লাগোয়া ১০ হাজার বিঘা জমি মঙ্গলবারের অভিযানে উদ্ধার করা হবে। উচ্ছেদ করা হবে দু'হাজার পরিবারকে। অনুমান করা হচ্ছে অভিযানে পনেরো-বিশ হাজার মানুষ বাস্তুচ্যুত হবেন।