দ্য ওয়াল ব্যুরো: অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya) পর্দায় আসা মানেই দর্শকের মুখে খেলে যায় এক গাল হাসি। কিংবা খাবারের বিজ্ঞাপনে সবসময় দেখা মেলে অম্বরীশের পায়েস খাওয়া হাসির। তবে এবার লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে অম্বরীশ ভট্টাচার্য ছোট পর্দায় ফিরলেন (Comeback) একদম অন্য রূপে। তিনি এখন ভিলেন। অন্তত চরিত্রটি নেতিবাচক। যে ধরণের চরিত্রে অম্বরীশকে আগে দেখা যায়নি।
লীনা গঙ্গোপাধ্যায়ের 'শ্রীময়ী', 'খড়কুটো' প্রভৃতি ধারাবাহিকে অম্বরীশের ইতিবাচক চরিত্র আজও দর্শকের প্রিয়।