দ্য ওয়াল ব্যুরো: শোলাঙ্কি রায় ও তাঁর স্কুলের বন্ধু শাক্য বসুর বিয়ের গল্প যেন ছিল স্বপ্নের মতো সুন্দর—২০১৮ এর শীতল ফেব্রুয়ারিতে জড়িয়ে পড়েছিল দুই মনের বন্ধন। তারপর পাড়ি এক নতুন দেশ, নিউজিল্যান্ড। সব কিছু যেন ঠিকঠাক, যতক্ষণ না দেখা যায়, ঘরবন্দী স্নিগ্ধতা আসলে কতটাই দূরত্বে ঢেকে রাখা হয়েছে।
#REL
‘যখন আমি কাজ থেকে ফিরতাম, ও তখনই অফিসে বের হয়ে যেত,’ সংবাদমাধ্যমে শোলাঙ্কি বলেন, ‘বিয়েটা ঠিক ছিল, কিন্তু এক ছাদের নিচে আমরা কখনওই ছিলাম না।’