দ্য ওয়াল ব্যুরো: মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) একবার প্রকাশ্যে বলেছিলেন 'আজকাল সব সিরিয়ালেই দু তিনটে বউ দেখানো হয়। দুটো বউ, একটা কুটনী ননদ এসব সংসারে থাকবেই। এ আবার কী গল্প আজকাল! ভাল সুস্থ গল্প দেখাতে পারো না তোমরা?'
কিন্তু তারপরও সিরিয়ালে দুই সতীনের গল্প দেখানো বন্ধ হয়নি। আজকাল সিরিয়ালের টিআরপি ওঠে এক বাড়িতে দুই সতীনকে ঢুকিয়ে দিলেন। আর তাতেই মাস্টারস্ট্রোক দেন লীনা গঙ্গোপাধ্যায় (Leena Gangopadhyay)।