শুভদীপ বন্দ্যোপাধ্যায়
এই সময়ের সবথেকে জনপ্রিয় ধারাবাহিক লীনা গঙ্গোপাধ্যায়ের 'চিরসখা'। রোজ রাতে দর্শক উন্মুখ হয়ে বসে থাকে এই সিরিয়াল দেখার জন্য। কমলিনী আর স্বতন্ত্রর স্বর্গীয় প্রেমের মাঝে বাইরের কিছু লোক ঢুকে পড়ে তাঁদের বন্ধুত্বের মাঝে জটিলতা তৈরি করে রেখেছে। আর সিরিয়ালের নানা ক্লাইম্যাক্স থেকে প্রেম বিরহের দৃশ্যে গানের প্রয়োজন পড়লেই বাজছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গান। মুখ্যমন্ত্রীর কথায় সুরে বেশ কয়েকটি গান বাজছে এই সিরিয়ালে। যা বাংলা ধারাবাহিকের ইতিহাসে বৈপ্লবিক ঘটনা। সম্ভবত এই প্রথম বাংলার মুখ্যমন্ত্রীর গান বাজল বাংলা সিরিয়ালে।