দ্য ওয়াল ব্যুরো: টিআরপিতে কখন যে কী হয়! পাশা উল্টে যায় যখন-তখন। এই যেমন গত দুই সপ্তাহ ধরে টিআরপির প্রথম স্থান দখল করে রেখেছিল ‘রাজরাজেশ্বরী ভবানী’। পিছিয়ে গিয়েছিল 'পরশুরাম আজকের নায়ক'। কিন্তু সপ্তাহ দুই কাটতে না কাটতেই উল্টে গেল পাশা। হারানো জায়গা ফিরে পেল পরশুরাম। এই সপ্তাহে রানি মা প্রথম নন! বরং জায়গা করে নিল 'পরশুরাম'।
ওই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.১। অন্যদিকে দ্বিতীয় স্থানে ভবানীর ঝুলিতে এই সপ্তাহে এসেছে ৬.৬। ওই একই নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে আরও এক ধারাবাহিক। সুদীপ মুখোপাধ্যায় ও অপরাজিতা ঘোষ দাস অভিনীত 'চিরসখা'।