দ্য ওয়াল ব্যুরো: ইনস্টাগ্রামে শেষ পোস্ট ছয় সপ্তাহ আগে। ফেসবুকেও তিনি উধাও। 'চিরদিনই তুমি যে আমার' ছাড়ার পর কার্যত নিরুদ্দেশ দিতিপ্রিয়া। কেমন আছেন? কোথায়ই বা আছেন তিনি?
সম্প্রতি এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছেন, আগামী এক মাস নিজেকে সব কিছু থেকেই দূরে রাখতে চান তিনি। ঘুরতে ভালবাসেন। তাই ইচ্ছে রয়েছে কোথাও যাওয়ার। সোশ্যাল মিডিয়ার 'জলঘোলা' থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাই এই মুহূর্তে সমীচীন বলে মনে করছেন তিনি। আর সেই কারণে পোস্টের পাহাড় নয়, বরং 'হিলিং প্রসেস' বলছে নায়িকার।
#REL
বিতর্ক যখন সঙ্গী