দ্য ওয়াল ব্যুরো: ‘চিরদিনই তুমি যে আমার’—গত কয়েক মাস ধরে যেন এই ধারাবাহিকের নামই হয়ে উঠেছে বিতর্কের আরেক প্রতিশব্দ। পর্দার জনপ্রিয় জুটি জীতু কমল (jeetu kamal) ও দিতিপ্রিয়ার মধ্যে চলতে থাকা তিক্ততা, টানাপড়েন, প্রকাশ্যে আসা অভিযোগ–সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বারবার সামনে এসেছে অনভিপ্রেত ছবি। চর্চা থামেনি, বরং ক্রমেই বেড়েছে।
#REL