দ্য ওয়াল ব্যুরো: 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar)-এ শেষমেশ থাকছেন জিতু-ই (Jeetu Kamal)। দর্শকের ভালবাসাতেই টেলিভিশনে ফিরলেন তাঁদের প্রিয় 'আর্য সিংহ রায়'। তবে তাঁর এই প্রত্যাবর্তন নিয়ে শুরুতে ব্যাপারটা কানাঘুষো পর্যন্তই ছিল, এই ব্যাপারে মুখ খুলতে চাননি অভিনেতাও।
যদিও গতকাল রাতেই খবর এসেছিল দ্য ওয়াল (The Wall)-এর কাছে, আবারও ফিরছেন জিতু কামাল (Jeetu Kamal comeback in Chirodini Tumi Je Amar)। ধারাবাহিকে যে এই 'মেগা' প্রত্যাবর্তন, সেই জল্পনায় এবার শিলমোহর দিলেন অভিনেতা নিজে।
#REL