দ্য ওয়াল ব্যুরো: বুধবার দুপুরে শুটিং ফ্লোরে আচমকাই বুকে ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর আসে। মুহূর্তের মধ্যেই উদ্বেগ ছড়ায় ‘এরাও মানুষ’ ছবির সেটজুড়ে। সবাই মিলে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় বাইপাস সংলগ্ন এক বেসরকারি হাসপাতালে। এখন সেখানেই চিকিৎসাধীন অভিনেতা জিতু কমল।
এই খবর প্রথম প্রকাশ করে দ্য ওয়াল, গতকাল, ৫ নভেম্বর। আর তাতে সিলমোহর দিয়েছেন পরিচালক সাঁই প্রকাশ লাহিড়িও। তিনি জানান, হুগলির ধান্যকুড়িয়ায় ছবির শুটিং চলছিল তখন। হঠাৎই বুকে ব্যথা ও জ্বর—পরিস্থিতি দেখে আর দেরি না করে ইউনিট সদস্যরা দ্রুত তাঁকে কলকাতায় নিয়ে আসেন।
#REL