দ্য ওয়াল ব্যুরো: একটা সময় পর্দায় যাঁদের রসায়নে মজেছিল দর্শক, বাস্তব জীবনে সেই দুই মুখের সম্পর্ক আদায়-কাঁচকলায়। কথা হচ্ছে দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলকে নিয়ে। বাংলা টেলিভিশনের জনপ্রিয় এক ধারাবাহিকে একসঙ্গে কাজ করছেন তাঁরা। জুটি হিসেবে দর্শক মনও জিতেছেন। কিন্তু পর্দার বাইরের ইক্যুয়েশন যেন মিলছেই না।
#REL