দ্য ওয়াল ব্যুরো: টিআরপি তালিকায় এই মুহূর্তে প্রথম পাঁচে হামেশাই জায়গা করে নিচ্ছে 'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিকটি। কখনও আবার প্রথম স্থানও দখল করে নিতে দেখা যাচ্ছে নিজস্ব মুনসিয়ানায়। কিন্তু তা সত্ত্বেও ঝামেলা যেন শুরু হয়েও শেষ হওয়ার নয়!
এর আগে ধারাবাহিকের নায়ক নায়িকার 'ঝগড়া' প্রকাশ্যে এসেছিল। ভক্তরাও দুই শিবিরে ভাগ হয়ে বেছে নিয়েছিলেন পছন্দের তারকাকে। সেই ঝামেলাকে দূরে ঠেলে অভিনেতা জিতু কামাল ও দিতিপ্রিয়া রায় ধারাবাহিকের খাতিয়ে আবারও এক হলেও ঠাণ্ডা লড়াইয়ের চোরা স্রোত এখনও জারি, অন্তত ফ্লোরে উপস্থিত অনেকেরই দাবি তেমনটাই।