দ্য ওয়াল ব্যুরো: অভিনেত্রী দিতিপ্রিয়া রায়ের জন্য বুধবারটা যেন হয়ে উঠল এক স্মরণীয় দিন—ব্যথা, উদ্বেগ আর আনন্দের মিশেল। সকাল থেকেই তিনি ছিলেন হাসপাতালে, নাকের অস্ত্রোপচারের প্রস্তুতিতে। কিছুদিন ধরেই সমস্যা বাড়ছিল, তাই চিকিৎসকের পরামর্শে শেষমেশ অস্ত্রোপচার করাতেই হল। কিন্তু ভাগ্যের লিখন যেন ঠিক অন্য কিছুই ছিল। অস্ত্রোপচারের পরেই এল এমন এক সুখবর, যা দিতিপ্রিয়ার মুখে ফিরিয়ে আনল একরাশ হাসি।
#REL