দ্য ওয়াল ব্যুরো: জি বাংলার পর্দায় ইশারা ছিল কিছুদিন আগেই—কৌশিকী পালকে নিয়ে শুরু হতে চলেছে নতুন মেগা ‘বেশ করেছি প্রেম করেছি’। সঙ্গে ফিরছেন ইন্দ্রাণী দত্ত, নায়ক হিসেবে থাকছেন রাজদীপ গোস্বামী। ধারাবাহিকটির স্লট ঠিক হয়েছিল সন্ধ্যা ৭টা, আর তাতেই টেলিপাড়ায় গুঞ্জন বাড়তে থাকে—তাহলে কি শেষের পথে ‘জগদ্ধাত্রী’?
বেশ কিছুদিন ধরেই এ ধরনের ফিসফাস ছড়িয়ে পড়ছিল। ফলে অনেকেই ধরে নিয়েছিলেন, পুরোনো জনপ্রিয় সিরিয়ালটির পথচলায় এবার বুঝি দাঁড়ি পড়তে যাচ্ছে।
#REL