দ্য ওয়াল ব্যুরো: প্রদীপ সরকারের 'পরিণীতা' (Parineeta) ছবির ২০ বছর পূর্ণ হল এই ২০২৫ সালে। আগামী ২৯ অগস্ট থেকে এই ছবি নতুন উন্নত ভার্সনে আবার মুক্তি পাবে। ২০ বছর পরও এই মিউজিকাল হিট ছবি নিয়ে উন্মাদনা এতটুকু কমেনি।
'পরিণীতা' তে সেফ আলি খান, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত থাকলেও ছবির আর এক আকর্ষণ ছিলেন চিরযৌবনা রেখা (Rekha)। রেখা আইটেম নাম্বার দেখতে সেসময় 'পরিণীতা' বারবার দেখেছিল দর্শক। তবে চমকপ্রদ তথ্য এই গানেও রেখার সঙ্গে জড়িয়ে আছেন অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)।