দ্য ওয়াল ব্যুরো: আজ তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী। 'পরিণীতা', 'ভুল ভুলাইয়া', 'কাহানি', 'লাগে রহো মুন্নাভাই'—একাধিক হিট ছবির মুখ তিনি। কিন্তু বিদ্যা বালনের তারকাখ্যাতির জার্নি মোটেও সহজ ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দুঃসহ অধ্যায় ফের স্মরণ করলেন অভিনেত্রী।
পডকাস্ট 'Something Bigger'-এ রদ্রিগো ক্যানেলাসের সঙ্গে কথোপকথনে বিদ্যা জানান, কেরিয়ারের গোড়ার দিকে তিনি একটি মালয়ালম ছবিতে কাজ শুরু করেন, ছবির নাম 'চক্রম', বিপরীতে ছিলেন দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল। বিজ্ঞাপনের কাজে দক্ষিণে গিয়ে অডিশনের সুযোগ পান, আর সেখান থেকেই ছবিতে কাস্ট।
#REL