দ্য ওয়াল ব্যুরো: গ্যাংস্টার ঘরানার ছবি নির্মাণে বলিউডে যাঁর প্রভাব সবচেয়ে বেশি, সেই পরিচালক রাম গোপাল বর্মা সম্প্রতি তাঁর নিজেরই একটি জনপ্রিয় ছবি নিয়ে মন্তব্য করলেন। পরিচালক জানালেন, সম্প্রতি তিনি মোহনলাল, অজয় দেবগন এবং বিবেক ওবেরয় অভিনীত তাঁর বহুল প্রশংসিত ছবি 'কোম্পানি' (২০০২) আবার দেখে পছন্দ করেননি!
আরজিভি তাঁর খোলামেলা স্বভাবের জন্য পরিচিত। এক সাক্ষাৎকারে তিনি বলেন যে যদি তাঁকে তাঁর নিজের কোনও ছবি রিমেক করার সুযোগ দেওয়া হয়, তবে তিনি 'কোম্পানি'-কে বেছে নেবেন।
#REL