দ্য ওয়াল ব্যুরো: সুপারহিট থ্রিলার ‘দৃশ্যম’-এর তৃতীয় পর্ব নিয়ে তৈরি হয়েছে জটিলতা। মালয়ালম পরিচালক জিতু জোসেফ স্পষ্ট জানিয়ে দিলেন—মূল ছবি তৈরি না হলে শুরু করা যাবে না হিন্দি রিমেক। প্রয়োজনে আইনি পথে হাঁটার হুঁশিয়ারিও দিলেন তিনি।
দু’টি পর্বে গোটা দেশের দর্শককে চমকে দিয়েছিল ‘দৃশ্যম’। এবার সেই বহুল প্রতীক্ষিত তৃতীয় কিস্তি ঘিরেই জড়িয়ে পড়ল বিতর্কে। মূল ছবির পরিচালক জিতু জোসেফ জানালেন, আগে মালয়ালম ভার্সন শ্যুট হবে, তারপরই তৈরি করা যাবে হিন্দি রিমেক।