দ্য ওয়াল ব্যুরো: বিহারে ভোটের (Bihar Election) প্রথম দফাতেই উত্তপ্ত হয়ে উঠল। রাজ্যের উপমুখ্যমন্ত্রী (Bihar Deputy CM) তথা বিজেপি প্রার্থী বিজয় কুমার সিনহা (Vijay Kumar Sinha) এবং আরজেডি প্রার্থী (RJD Candidate) অজয় কুমারের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে বাগ্যুদ্ধ শুরু হয় বৃহস্পতিবার সকালে।
ঘটনাটি লক্ষ্মীসরাই শহরের একটি রাস্তায়। ভিডিও ফুটেজে (Viral Video) দেখা যায়, দুই প্রার্থী নিজ নিজ নিরাপত্তারক্ষী এবং সমর্থকদের মাঝে একে অপরকে আক্রমণাত্মক ভাষায় দোষারোপ করছেন। কেউ কারও কথার জবাব দিতে ছাড়ছেন না।