দ্য ওয়াল ব্যুরো: বাংলার সঙ্গে রক্তের টান না থাকলেও মনেপ্রাণে বাঙালি তিনি। তাই তো অবলীলায় বাংলা বলেন বিদ্যা বালান। রুপোলি পর্দায় তাঁর প্রথম পদক্ষেপও হয়েছিল বাংলা ছবি 'ভাল থেকো'-র মাধ্যমে। এরপর ২০০৫ সালে 'পরিণীতা' দিয়ে শুরু বলিউডের যাত্রা। বিধু বিনোদ চোপড়ার প্রযোজনায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসের রূপান্তর সেই ছবি আজ ২০ বছরের পথ পেরিয়ে গেল।
এই বিশেষ উপলক্ষে মুম্বইয়ে আয়োজন করা হয়েছিল 'পরিণীতা'-র বিশেষ স্ক্রিনিং। অনুষ্ঠানে বিধু বিনোদ চোপড়া জানালেন, কত শীর্ষ নায়িকা এই ছবিতে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করলেও শেষ পর্যন্ত সুযোগ পান নবাগত বিদ্যা।